Ensiner Web Application হল এক নতুন যুগের অসাধারণ Dashboard সমৃদ্ধ শিক্ষাদানের প্ল্যাটফর্ম, যেখানে আমরা শিক্ষার মানই শুধু উন্নত নয়, সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছি। আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা মানে শুধু তথ্য বিতরণ নয়; এটি এক শিল্প, যা স্পষ্টতা, কার্যকারিতা এবং শ্রেষ্ঠত্বের সমন্বয়ে শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার প্রতিটি স্তরে উৎকর্ষতা নিশ্চিত করা এবং প্রতিটি শিক্ষার্থীকে তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনে সাহায্য করা। প্রযুক্তি-সমৃদ্ধ ক্লাস, কুইজ, ভিডিও এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শেখার অভিজ্ঞতাকে আমরা আনন্দময় এবংকার্যকর করেছি যা তুমি অনেক পছন্দ করবে। তোমার কথা মাথায় রেখেই পুরো সিস্টেম দাঁড় করিয়েছি আমরা।
Ensiner Webapp এর অসাধারণ Features.:
অসাধারণ কোর্স কনটেন্ট: Ensiner কোর্স কনটেন্ট গুলি এমনভাবে বানানো যাতে অতি সাধারণ থেকে সুপার ব্রিলিয়ান্ট যেকোন শিক্ষার্থী যে কোন জটিল বিষয়কে সহজেই শিখে নিতে পারবে। আমরা এমনভাবে ক্লাসগুলি নিয়েছি যাতে তুমি বাসায় বসে ১০০% প্রস্তুতি নিতে পারো।শেখাতে আমরা বিন্দুমাত্র কার্পণ্য করিনি । আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদের জন্য ক্লাস রেডি করেছি ।
পরিক্ষা : আমাদের প্রতিটি পরীক্ষাই ইউনিক। তোমরা দুই বন্ধু যদি পাশাপাশি পরীক্ষা দিতে বসো একই পরীক্ষার প্রশ্ন তোমাদের কাছে আলাদারকম আসবে।পরীক্ষা শেষে সাথে সাথে পরীক্ষার Solve Sheet পাবে। তুমি কত পেয়েছো, কত সময় নিয়েছো, তোমার মেরিটপজিশন কত, সর্বোচ্চ কত নাম্বার পেয়েছে পরীক্ষায়, এই জাতীয় সমস্ত পরিসংখ্যান তুমি পেয়ে যাবে।মজার কথা হল এই পরীক্ষায় তুমি কোনভাবেই কারচুপি করার সুযোগ পাবেনা, এভাবেই আমাদের সিস্টেম ডিজাইন করা। এক কথায় একটি অসাধারণ পরীক্ষা তুমি ঘরে বসেই দিয়ে ফেলতে পারবে। এই পরীক্ষাগুলিতে তুমি যদি 80-85% মার্ক তুলতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি যেখানে ভর্তি পরীক্ষা দিবে সেখানেই তুমি চান্স পাবে। পরীক্ষার প্রশ্ন এবং সিস্টেম অসাধারণ ভাবে ডিজাইন করা।আমরা নিশ্চিত তুমি এই এক্সাম সিস্টেমকে অনেক পছন্দ করবে। আমরা শিক্ষার্থীদের পরীক্ষার জন্য মানসিক এবং প্রাতিষ্ঠানিক ভাবে তৈরি করি, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে চূড়ান্ত ফলাফল অর্জন করতে পারে।
শিক্ষার্থীদের প্রশ্ন সমাধান : আমাদের প্রতিটি কোর্সের যত ভিডিও ক্লাস আছে সেই ক্লাসের অথবা সেই সংশ্লিষ্ট যে কোন প্রশ্ন তুমি করার খুব অল্প সময়ের মধ্যে সরাসরি শিক্ষক তোমাকে সেটির উত্তর দিয়ে দিবেন। তোমার কোন একটি প্রশ্নের উত্তরপাবে না , এমনটা হবেনা।তারমানে তুমি সর্বদা তোমার হাতের মুঠোয় একাধিক শিক্ষককে তোমার প্রশ্ নসমাধানের জন্য নিযুক্ত পাবে। তোমার কাজ শুধু প্রশ্ন করা, বাকি কাজ আমাদের তোমাকে একটি সুন্দর সমাধান দাওয়া । আমরা প্রতিটি শিক্ষার্থীর দক্ষতা অনুযায়ী সঠিক দিকনির্দেশনা ও কৌশল প্রদান করি।
কমপ্লেন বক্স: Ensiner এর বিষয়ে যে-কোন সময় যে কোন কমপ্লেন তুমি সরাসরি অ্যাডমিনিস্ট্রেটরের কাছে করতে পারবে এবং আমরা সাথে সাথে সেটি সমাধান করার পদক্ষেপ নিব।
Community Post : Ensiner Webapp এর এটি একটি অসাধারণ ফিচার। এটি এমন একটি প্লেস যেখানে সমস্ত শিক্ষক এবং সমস্ত শিক্ষার্থী মিলে আমরা আলাদা একটা জগত তৈরী করেছি। আমাদের ও তোমাদের আইডিয়া শেয়ার করা, প্রশ্ন করা সেগুলি সমাধান নেওয়া, গুরুত্বপূর্ণ কোন কিছু নিয়ে আলোচনা করা চোখের নিমিষেই করে ফেলতে পারবে। তোমরা সবাই পোস্টকরা, কমেন্টকরা, শেয়ারকরা, পরিসংখ্যান দেখা এই যাবতীয় সবকিছু সমৃদ্ধ এমন অসাধারণ একটি ফরম্যাট এর জায়গা পাবে যাকে তোমরা স্বর্ণের খনি বলতে পারো । এত শক্তিশালী কমিউনিটি আর কোথাও পাওয়া যাবেনা, তোমরা নিজেরা ঘন্টার পর ঘন্টা এটি ব্যবহার করে প্ল্যাটফর্মটিকে আরো শক্তিশালী করে তুলবে আর নিজেদের দক্ষতা আরো বাড়াবে।
Progress Report : আমাদের সমস্ত শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে সমগ্র কোর্সের একটি অসাধারণ process report পাবে ।তোমার কোর্সের ক্লাস এবং পরীক্ষা সংশ্লিষ্ট তোমার অংশগ্রহণ এবং পারফমেন্সের সমস্ত খুঁটিনাটি সেখানে জানতে পারবে। এই ফাইল তোমাকে এমন ভাবে গাইড করবে যাতে তুমি নিজেই Ensiner সাহায্য নিয়ে নিজেকে ইমপ্রুভ করতে পারো।
Exam and Study Documents: সমস্ত ক্লাসনোট, গাইড, প্র্যাক্টিস প্রবলেম সলভ, পরীক্ষার সমাধান এবং এই যাবতীয় যত কনটেন্ট তোমার প্রয়োজন সবকিছু pdf ফাইল আকারে হাতের মুঠোয় পেয়ে যাবে আমাদের ডাউনলোড সেকশনে। সে গুলি ডাউনলোড করে আনলিমিটেড ভাবে সেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমার নিজেকে প্রস্তুত করতে পারবে।
Ensiner শিক্ষাকে শুধু একটি গন্তব্য নয়, বরং একটি নির্ভুল যাত্রা হিসেবে তুলে ধরে। আমরা প্রতিটি শিক্ষার্থীকে এমনভাবে গাইড করি, যাতে তারা কেবল শিখতে নয়, চিন্তা করতে এবং উদ্ভাবন করতে শেখে। Ensiner-এর সাথে, তুমি শুধু পড়বেই-না; তুমি জানবে, বুঝবে এবং শ্রেষ্ঠত্ব অর্জন করবে।